করোনায় আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (১ মে) যুক্তরাষ্ট্র বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী কমিটি এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
Advertisement
নিউইয়র্কের লাগোর্ডিয়া বিমানবন্দর সংলগ্ন ম্যারিয়ট হোটেলের বলরুমে আয়োজিত উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাসসহ যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
যুক্তরাষ্ট্র বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লুর সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ও কণ্ঠশিল্পী বেবী নাজনিন ও জাসাসের সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক হেলাল খান। সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মকর্তা আশিক ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় আব্দুস সালাম বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে প্রবাসীদের অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশ ও বিদেশে একমাত্র ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই বর্তমান স্বৈরাচারী সরকারকে উৎখাত করা সম্ভব। তাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষায় কাজ করতে হবে। প্রবাস থেকেই আন্দোলনকে জোরদার করতে হবে।’ তিনি দলের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
Advertisement
দোয়া ও ইফতার মাহফিলে প্রায় চার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানান যুক্তরাষ্ট্র বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু।
পরে বিএনপির সমর্থক কয়েকশ নেতাকর্মী এই ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, করোনা বিপর্যয় ও গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাতে অংশ নেন।
ইএ/জিকেএস
Advertisement