দেশজুড়ে

পুলিশের হেফাজতে মৃত্যু, র‍্যাবকে তদন্তের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে আটকের পর সানাউল হক (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় র‍্যাবকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

Advertisement

রোববার (২ মে) চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু কাহার এ নির্দেশ দেন।

সন্ধ্যায় এ সংক্রান্ত একটি আদেশের কপি পেয়েছেন বলে নিশ্চিত করেন র‍্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ মেজর নাজমুস সাকিব।

তিনি জানান, আদেশের কপি পেলেও এখনো তদন্ত শুরু করিনি। সোমবার (৩ মে) থেকে তদন্ত শুরু হবে।

Advertisement

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সানাউলকে মাদক ব্যবসার অভিযোগে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে রাত সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়

পুলিশ জানায়, আটকের পর সানাউল বুকে ব্যাথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু সানাউলের পরিবারের দাবি পুলিশি নির্যাতনে সানাউলের মৃত্যু হয়েছে।

সানাউল হক বিশ্বাস ভোলাহাট উপজেলার চাঁন শিকারী গ্রামের মৃত মুর্শেদ বিশ্বাসের ছেলে।

এএইচ/এসএস

Advertisement