ফিলিস্তিন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছে ইসরায়েল। ইহুদি বসতি থেকে আমদানি করা পণ্যের লেবেলিং করা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সিদ্ধান্তের জবাবে ইসরায়েল এ সিদ্ধান্ত নিয়েছে। খবর আলজাজিরার।রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নাহশান বলেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন ও তাদের প্রতিনিধিদের ভূমিকা পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সব ধরনের যোগাযোগ স্থগিত থাকবে। তবে দেশটি এককভাবে ইউরোপের বিভিন্ন দেশ যেমন- জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখবে। ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনায় ইইউর একটি বিশেষ প্রতিনিধি দল রয়েছে। তবে শান্তি আলোচনা দীর্ঘদিন ধরে স্থবির রয়েছে। সর্বশেষ ২০১৪ সালের এপ্রিলে ওয়াশিংটনের নেতৃত্বাধীন আন্তর্জাতিক এক প্রচেষ্টা ব্যর্থ হয়। এর আগে গত ১১ নভেম্বর ইউরোপীয় ইউনিয়ন জানায়, ইহুদি বসতি থেকে আমদানিকৃত পণ্য আলাদাভাবে লেবেলিং করতে হবে। এসব পণ্যে মেড ইন ইসরায়েল লেখা থাকবে না। কিন্তু ইইউর এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এজন্য ইইউর ২৮ সদস্যের লজ্জিত হওয়া উচিত। কিন্তু ফিলিস্তিনি নাগরিকরা ইইউর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।এসআইএস/এমএস
Advertisement