করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮০ জনে। রোববার (২ মে) বিকেলে সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
Advertisement
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ১০১ জন। একদিনে সুস্থ হয়েছে ৪৫ জন। জেলায় এখন পর্যন্ত মোট ৯ হাজার ৮২৭ জন সুস্থ হয়েছেন।
ডা. মীর মোবারক হোসাইন আরও বলেন, রোববার নতুন করে ৩০ জনের দেহে করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৫ জন, আদর্শ সদরে এক জন, বুড়িচংয়ে সাত জন, চৌদ্দগ্রামে এক জন, লাকসামে এক জন, বরুড়ায় এক জন, লালমাই এক জন, দেবিদ্বারে এক জন, নাঙ্গলকোটে এক জন ও মনোহরগঞ্জে এক জন।
আরএইচ/জেআইএম
Advertisement