অর্থনীতি

উত্থান-পতনে চলছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়েছে। প্রথম ২৮ মিনিট সূচক ঊর্ধ্বমূখী থাকলেও পরে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। টাকার অংকে লেনদেনেরও রয়েছে ধীরগতি। সোমবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৭৬ পয়েন্টে এবং শরিয়া সূচক ডিএসইএস দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০০ পয়েন্ট ও ডিএস৩০ সূচক দশমিক শূন্য ৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৩০ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ১৩২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১১৩টির আর অপরিবর্তিত রয়েছে ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫১৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ৪৮ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৬ লাখ টাকা।এসআই/জেডএইচ/এমএস

Advertisement