করোনায় শ্রমিক সংকটের কারণে ধান কাটতে না পারায় কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
Advertisement
রোববার (২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচণ্ড গরমে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের কৃষক আক্কাস আলীর জমির ধান কেটে দেন তারা।
জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের নেতৃত্বে প্রায় ৩০ জন ছাত্রলীগ নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন। তারা আক্কাস আলীর ২ বিঘা জমির পাকা ধান কেটে দেন।
কৃষক আক্কাস আলী জানান, প্রায় এক সপ্তাহ আগে তার জমির ধান কাটার উপযোগী হয়। করোনায় শ্রমিক সঙ্কটের কারণে ধান কাটতে পারছিলেন না। ছাত্রলীগের ছেলেরা এসে নিজ উদ্যোগে তার ধান কেটে দিয়েছেন। জমির ধান কেটে দেয়ায় খুশি কৃষক আক্কাস আলী।
Advertisement
জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। আমরা জানতে পারি অর্থ সঙ্কটের কারণে ভ্যানচালক কৃষক আক্কাস আলী জমির পাকা ধান কাটতে না পেরে বিপাকে পড়েন। খবর পেয়ে আমরা এই অসহায় কৃষকের ধান কেটে সহযোগিতা করতে পেরে গর্বিত।
আব্দুল্লাহ আল মাসুদ/জেডএইচ/জিকেএস