নেত্রকোনার মদনে মামলা করায় ক্ষুব্ধ হয়ে আসামিরা রাস্তায় বেড়া দিয়ে বাদীর পরিবারকে অবরুদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে এমন ঘটনা ঘটেছে। বর্তমানে ওই পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, মদন উপজেলার আব্দুল মান্নানের স্ত্রী শিবলী আক্তারকে (২৮) প্রতিবেশী আবু ছিদ্দিক মিয়ার ছেলে রতন মিয়া (৪৫) ২০২১ সালের ২ ফেব্রুয়ারি রাতে তার নিজ ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনার এলাকায় বিচার না পেয়ে ওই গৃহবধূ বাদী হয়ে চলছি বছরের ৪ মার্চ নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে রতন মিয়াসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলা দায়েরের পর থেকে বাদী ও তার পরিবারকে নানাভাবে নির্যাতন করে আসছেন। বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বেড়া দিয়ে তাদের অবরুদ্ধ করে রেখেছেন।
গৃহবধূ শিবলী আক্তার বলেন, ‘আমরা গরিব মানুষ। আসামি ও তাদের আত্মীয়-স্বজনরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কিছু বলতে পারছি না। ন্যায়বিচার পেতে মামলা করেছিলাম কিন্তু এখন অত্যাচারের শেষ নেই। প্রতিদিনই আসামিরা আমাদের নানাভাবে অত্যাচার করে যাচ্ছেন। বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বেড়া দিয়ে দিয়েছে। এখন আমরা খুবই কষ্টে আছি।’
জানতে চাইলে অভিযোগ প্রসঙ্গে রতন মিয়া বলেন, ‘শিবলী আক্তার মিথ্যা মামলা করে আমাদের হয়রানি করছেন। আমাদের বাড়ির হাঁস, মুরগি যেন তাদের বাড়িতে না যেতে পারে, সেজন্য রাস্তায় বেড়া দিয়েছি।’
Advertisement
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, আদালতে দায়ের করা শিবলীর মামলাটি তদন্তাধীন। অবরুদ্ধ করে রাখার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এইচ এম কামাল/এসআর/জিকেএস