নাম তার সাইফুল্লাহ সানি। মোটোভ্লগার হিসেবে বেশ জনপ্রিয় একজন ইউটিউবার তিনি। তার ইউটিউব চ্যানেলের নাম ‘সানি গিরি’। ইউটিউবে তার আছে অর্ধলক্ষাধিক সাবস্ক্রাইবার। তবে নিজেকে ‘ট্রাভেলার’ হিসেবেই পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। সম্প্রতি মোটরসাইকেলে ঘুরেছেন ৬৪ জেলা। ঘুরেছেন বাংলার প্রত্যন্ত অঞ্চলে। তার এ ঘুরে বেড়ানোর অনুভূতির গল্প জানাচ্ছেন মমিনুল হক রাকিব--
Advertisement
সাইফুল্লাহ সানি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেছেন। দেশে মহামারীর কারণে অন্য সবার মতো এমবিএ শেষ হয়নি। তবে দেশের অপার সৌন্দর্য উপভোগ করাই তার মূল উদ্দেশ্য। তাই গত ২১ জানুয়ারি থেকে শুরু হয় মোটরসাইকেলে ভ্রমণ। যে ভ্রমণ শেষ হয় ১৯ ফেব্রুয়ারি।
দীর্ঘ সময় নিয়ে ৬৪ জেলা ঘোরার কারণ হিসেবে তিনি বলেন, ‘আমি বাংলার সৌন্দর্য উপভোগ করতে চাই। সৌন্দর্য মানে শুধু প্রাকৃতিক নয়, মানুষের সৌন্দর্যও বড় আগ্রহের বিষয়। এ সৌন্দর্য আমাকে টানে। আমি দেশটাকে জানতে চাই, দেশের মানুষের সঙ্গে মিশতে চাই। বিভিন্ন অঞ্চলের খাবার খেতে চাই। এগুলো অল্প কয়েক দিনে সম্ভব হয়ে উঠতো না। আমার ভ্রমণের মূল উদ্দেশ্য ছিলো বাংলাদেশকে উপভোগ করা।’
সানি শৈশবে সাইকেল দিয়ে ৬৪ জেলা ঘুরে বেড়ানোর গল্প পড়েছিলেন পত্রিকায়। সেই থেকে সাইকেলে চেপে ৬৪ জেলা ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখতে থাকেন। পরবর্তীতে পড়ালেখা ও অন্যান্য চাপে সম্ভব হয়ে ওঠেনি। বিশ্ববিদ্যালয় জীবনে যখন মোটরবাইক কেনেন; তখন আবার সেই পুরোনো স্বপ্ন মাথাচাড়া দিয়ে ওঠে।
Advertisement
৬৪ জেলা ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে সানি বলেন, ‘৬৪ জেলা ভ্রমণের অভিজ্ঞতা দারুণ। বিশেষ করে প্রতিদিন রাইড করে গোধুলি উপভোগ করতাম ভিন্ন ভিন্ন জায়গায়। কখনো নদীর পাড়ে, পাহাড়ের চূড়ায় বা সমুদ্রতীরে। অনুভূতিটা সত্যিই দারুণ। পুরো ভ্রমণে মানুষের সাথে মিশে অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রা সম্পর্কে জেনেছি। ভ্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- আমার আর রাহাতের মধ্যে বন্ধুত্বটা গভীর হয়েছে।’
দেশের বাইরেও মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াতে চান তরুণ এ ইউটিউবার। পার্শ্ববর্তী দেশ ভারতসহ নেপাল, ভুটান এবং দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখেন তিনি।
মোটোভ্লগিংয়ে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ কেমন? জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আছে। তার জন্য অনেক শ্রম এবং সময় দিতে হবে। ভালো মানের কন্টেন্ট নির্মাণের দিকে নজর দিতে হবে। অন্য পেশার মতো শুরু থেকেই আয় করতে পারবেন না। কাজের ওপর নির্ভর করে মানুষ আপনাকে দেখবে। তার ওপরই মূলত আপনার আয় নির্ভর করবে।’
সানি আরও বলেন, ‘নতুন মোটোভ্লগারদের জন্য ‘স্কিল ডেভেলপমেন্ট’র প্রতি বেশি জোর দিতে হবে। এছাড়া দেশের সড়ক নিরাপত্তার ব্যাপারে জোর দিতে হবে। কারণ ৬৪ জেলা ভ্রমণে উপলব্ধি করতে পেরেছি, সড়ক নিরাপত্তার অবস্থা খুবই নাজুক। অদক্ষ ড্রাইভার, ফিটনেস বিহীন গাড়িতে সয়লাব মহাসড়কগুলো। তাই সাবধানে রাইড করার এবং যথাযথ সেফটি গিয়ার পরিধান করে রাইড করার অনুরোধ জানাচ্ছি।’
Advertisement
এসইউ/এমএস