কোভিডের দ্বিতীয় ঢেউয়ে পুরো ভারতের মতো বেসামাল অবস্থা তৈরি হয়েছে ওড়িশাতেও। সেই সংক্রমণ রোধে ১৪ দিনের লকডাউন জারি করল ওড়িশা সরকার। ৫ মে থেকে ভারতের ওই রাজ্যে শুরু হবে লকডাউন, চলবে ১৯ মে পর্যন্ত। খবর : আনন্দবাজার পত্রিকা।
Advertisement
এই ১৪ দিন সেখানকার স্বাস্থ্যকর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের চলাফেরায় কোনো বিধিনিষেধ নেই। তবে সাধারণ মানুষকে বাড়ি থেকে ৫০০ মিটারের মধ্যে থেকে কিনতে হবে দৈনন্দিন জিনিসপত্র।
ওড়িশাতে গত কয়েকদিন ধরেই দৈনিক আক্রান্ত হচ্ছিলেন ৭-৮ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায়ও ১০ হাজার ৪১৩ জন আক্রান্ত হয়েছে ভারতের এ রাজ্যে। সেখানে সক্রিয় রোগীর সংখ্যাও ৬১ হাজার ছাড়িয়েছে। এ পরিস্থিতিতেই নবীন পট্টনায়কের শাসনাধীন রাজ্যে জারি করা হল লকডাউন।
লাগামছাড়া করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লিতে লকডাউন চলছে। মহারাষ্ট্রেও আংশিক লকডাউন চলছে। এছাড়াও ভারতের বেশ কয়েকটি রাজ্যে রাত্রিকালীন কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন।
Advertisement
এমএইচআর/জিকেএস