গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তাদের উভয়ের বাড়ি বেগমগঞ্জ উপজেলায়।
Advertisement
শনিবার (১ মে) রাতে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে বেগমগঞ্জের ছয়জন ও সেনবাগের একজন রয়েছেন। আক্রান্তের হার তিন দশমিক ৮৩ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা সাত হাজার ৬০৬ জন। আক্রান্তের হার নয় দশমিক ৪৯ শতাংশ। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১১৩ জনের। মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
Advertisement
এদিকে জেলায় আইসোলেশনে আছেন এক হাজার ৬৮৯ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি আছেন ২৩ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১৮ জন।
এসএমএম/এমএস