বর্তমান সরকার শ্রমিকদের অধিকার আদায় নিশ্চিত করেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।
Advertisement
শনিবার (১ মে) দুপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুর সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘আট ঘণ্টা কাজের দাবিতে যুক্রাষ্ট্রের শ্রমিকরা রক্ত দিয়েছিল বিধায় আজ তাদের সুযোগ সুবিধা ও জীবনমানের উন্নতি ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘করোনাকালে সরকার সাংবাদিকদের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সব দুর্যোগ মোকাবিলায় সরকার কাজ করছে।’
Advertisement
গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন নাহার ভূঁইয়া, পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক।
এ সময় আরও যুক্ত ছিলেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংবাদিক এমএ সালাম শান্ত, মনির হোসেন জীবন, মনসুর আহমদ, মুহাম্মদ মনজুরুল হক, মো. আলমগীর, মাফুজা আফরিন মনি, আল মামুন, মো. আকরাম হোসেন, সাইফুল শুভ প্রমুখ।
আব্দুর রহমান আরমান/এসজে/এএসএম
Advertisement