১৪৮৫ খ্রিস্টাব্দের এই দিনে ইতালির মহিলা কবি ভোরোনিকা গামবারার জন্ম। ১৭১৮ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের রাজা দ্বাদশ চার্লস যুদ্ধে নিহত হন। ১৭৫৯ খ্রিস্টাব্দের এই দিনে মোগল সম্রাট দ্বিতীয় আলমগীর নিজ মন্ত্রীর হাতে নিহত হন। ১৭৮২ খ্রিস্টাব্দের এই দিনে ইংল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে। ১৮১৭ খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত জার্মান গবেষক ও ঐতিহাসিক থিওডর মমজেন জন্মগ্রহণ করেন। ১৮৩৫ খ্রিস্টাব্দের এই দিনে খ্যাতনামা মার্কিন সাহিত্যিক স্যামুয়েল ল্যাঙহর্ন ক্লিমেন্স (মার্ক টোয়েন) জন্মগ্রহণ করেন। ১৮৩৮ খ্রিস্টাব্দের এই দিনে মেক্সিকো ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৮৫৮ খ্রিস্টাব্দের এই দিনে বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর জন্ম। ১৮৬৩ খ্রিস্টাব্দের এই দিনে উমাচরণ ভট্টাচার্য মুদ্রিত মাসিক পত্রিকা ‘সচিত্র ভারত সংবাদ’ প্রাকাশিত হয়। ১৮৬৬ খ্রিস্টাব্দের এই দিনে শিকাগোতে প্রথম পানির নিচে হাইওয়ে টানেল তৈরির কাজ শুরু হয়। ১৮৭৪ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ রাষ্ট্রনায়ক নোবেল বিজয়ী লেখক উইনস্টন চার্চিলের জন্ম। ১৯০০ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ নাট্যকার ও ঔপন্যাসিক অস্কার ওয়াইল্ডের মৃত্যু হয়। ১৯০৮ খ্রিস্টাব্দের এই দিনে বিশ শতকের শক্তিমান কবি ও সমালোচক বুদ্ধদেব বসু’র জন্ম। ১৯৩৩ খ্রিস্টাব্দের এই দিনে কবি মোজাম্মেল হকের মৃত্যু হয়। ১৯৩৮ খ্রিস্টাব্দের এই দিনে ইরানের সংগ্রামী ও স্বাধীনচেতা আলেম আয়াতুল্লাহ সাইয়েদ হাসান মোদাররেস দেশটির তৎকালীন স্বৈরাচারি রাজা রেজা খানের অনুচরদের হাতে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কাশমারে শাহাদতবরণ করেন। ১৯৬৬ খ্রিস্টাব্দের এই দিনে বারবাডোজ স্বাধীনতা লাভ করে। ১৯৮৪ খ্রিস্টাব্দের এই দিনে অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী ইন্দুবালা দেবীর মৃত্যু। ১৯৯৮ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ এবং জনপ্রিয় বিজ্ঞান লেখক আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিনের মৃত্যু। ২০১৪ খ্রিস্টাব্দের এই দিনে শিল্পী কাইয়ুম চৌধুরীর মৃত্যু। এইচআর/জেডএইচ/এমএস
Advertisement