দেশজুড়ে

ভোলায় ভারতফেরত শিক্ষকের বাড়ি লকডাউন

ভোলার লালমোহনে বজলুর রহমান নামে ভারতফেরত এক শিক্ষকের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমানের নেতৃত্বে বজলুর রহমানের বাড়ি লকডাউন করা হয়।

Advertisement

বজলুর রহমান লালমোহন উপজেলার চরভূতা লেঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

লালমোহন উপজেলার নির্বাহী অফিসার মো. আল-নোমান জাগো নিউজকে জানান, ওই প্রধান শিক্ষক চিকিৎসার জন্য গত ১৩ এপ্রিল ভারতের চেন্নাই যান। চিকিৎসা শেষে শুক্রবার তিনি লালমোহনে ফিরেন।

তিনি আরও জানান, আগামী ১৪ দিনের জন্য তার বাড়িতে লাল পতাকা টানিয়ে লকডাউন করা হয়েছে।

Advertisement

জুয়েল সাহা বিকাশ/জেএইচ/এমএস