রাজনীতি

খালেদা জিয়ার বাসার সবাই করোনামুক্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার ৮ কর্মচারী করোনামুক্ত হয়েছেন। শুক্রবার (৩০ এপ্রিল) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

Advertisement

তিনি বলেন, ‘ম্যাডামসহ বাসায় মোট নয়জন করোনা আক্রান্ত হয়েছিলেন। আজকের রিপোর্টের ফলাফলে বাসায় ম্যাডাম বাদে যে ৮ জন আক্রান্ত ছিলেন তারা করোনামুক্ত হয়েছেন। তারা সবাই সুস্থ আছেন, সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত ১১ এপ্রিল রাজধানীর গুলশানের খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।

সেসময় তিনি আরও জানান, খালেদা জিয়ার কোনো করোনার উপসর্গ নেই। কিন্তু তার গৃহকর্মী ফাতেমাসহ ৮ জন করোনা আক্রান্ত হওয়ায় খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়। ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথমদিকে তার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল।

Advertisement

গত ১৪ এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। তারপর তার ব্যক্তিগত চিকিৎসকরা বলেন, সিটি স্ক্যানে খালেদা জিয়ার ফুসফুসে খুবই সামান্য সংক্রমণ হয়েছে। যা সত্যিকার অর্থে মাইল্ড পর্যায়েও পড়ে না। তাই খালেদা জিয়ার আগের ওষুধের সঙ্গে নতুন ওষুধ অ্যান্টিবায়োটিক যুক্ত করা হয়।

এরপর বুধবার (২৮ এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নন-কোভিড ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

কেএইচ/ইএ

Advertisement