দেশজুড়ে

ময়মনসিংহে করোনায় পুলিশের এসআইয়ের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. নাজিম উদ্দিন (৪১) নামের নান্দাইল থানার এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

মৃত এসআই নাজিম উদ্দিন (নিরস্ত্র) ময়সনসিংহ জেলার নান্দাইল থানায় কর্মরত ছিলেন। তিনি শেরপুর জেলার নকলা থানার ছাতুগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ।

তিনি বলেন, গত ২৭ মার্চ এসআই নাজিম উদ্দিন করোনায় আক্রান্ত হন। বাসায় চিকিৎসা নেয়ার পর শারীরিক অবস্থা খারাপ হলে গত ৫ এপ্রিল রাজারবাগ পুলিশ লাইনে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

Advertisement

তিনি আরও বলেন, পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

করোনায় এসআই (নিরস্ত্র) নাজিম উদ্দিনের মৃত্যুতে পুলিশ সুপার, ময়মনসিংহ জনাব মো. আহমার উজ্জামান, পিপিএম-সেবা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মঞ্জুরুল ইসলাম/এসএমএম/এমএস

Advertisement