দেশজুড়ে

টঙ্গীতে গ্যাসের প্রধান লাইনে বিস্ফোরণ : সরবরাহ বন্ধ

গাজীপুর মহানগরীর টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগকালে রোববার দুপুরে তিতাস গ্যাসের প্রধান সরবরাহ লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর থেকে টঙ্গী এলাকার বাসা-বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।এলাকাবাসী জানায়, দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথকে অবহিত না করে গাজীপুরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএইচআইএস এ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় গ্যাসসংযোগ সরবরাহের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিচে থাকা প্রধান লাইনে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটলে এ বিপত্তি দেখা দেয়। বিস্ফোরণের শব্দে আশপাশের পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠে এবং প্রায় ৫শ মিটার পর্যন্ত প্রধান লাইন ও সড়ক উপড়ে ও ফুলে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়। এঘটনায় লোকজন আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রধান লাইনের গ্যাসসংযোগ বন্ধ করে দেন। পরে দুর্ঘটনার আশপাশে মাইকিং করে এলাকাবাসীকে দূরে থাকার অনুরোধ জানানো হয়। সন্ধ্যা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পাহাড়া দিচ্ছিল। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি পোশাক কারখানায় নিজস্ব পাওয়ার স্টেশনে সংযোগ দেয়ার জন্য গ্যাসের সংযোগটি নেয়া হচ্ছিল। সড়ক ও জনপথ এবং তিতাসের প্রকৌশলীদের অবহিত না করেই ঠিকাদারী কোম্পানিটি সংযোগ দেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনকে খুঁজে পায়নি স্থানীয়রা। কারখানা কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন ও ফায়ার ডিফেন্সকে অবহিত না করেই বড় গ্যাস লাইন থেকে গ্যাসের সংযোগ দিচ্ছিল বলে তিতিস গ্যাস কর্তৃপক্ষ জানায়। কখন গ্যাস সংযোগ স্বাভাবিক হবে তা জানাতে পারেনি তিতাস কর্তৃপক্ষ।                    আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি

Advertisement