খেলাধুলা

বাড়িতে থাকার জন্য বিগ ব্যাশের চাকরি ছাড়লেন বন্ড

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ থেকে নিজের নাম সরিয়ে নিলেন নিউজিল্যান্ডের সাবেক গতিতারকা শেন বন্ড। করোনা মহামারির মধ্যে নিজের পরিবারের সঙ্গে বাড়িতে আরও বেশি সময় দেয়ার লক্ষ্যে সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Advertisement

গত তিন আসর ধরে সিডনি থান্ডারের হেড কোচের দায়িত্বে ছিলেন বন্ড। তার অধীনে প্রথম দুই আসরে ফাইনাল খেলে থান্ডাররা। সবশেষ আসরে ব্রিসবেন হিটের কাছে নকআউট ফাইনালে হেরে যায় তারা। এমন পারফরম্যান্সের সুবাদে নতুন চুক্তি পেতে যাচ্ছিলেন বন্ড।

কিন্তু করোনাভাইরাসের কারণে কারণে উদীয়মান নানান জটিলতার কারণে এবার বিগ ব্যাশের সঙ্গে থাকতে চাইছেন না তিনি। যার ফলে এখন আসন্ন মৌসুমের জন্য নতুন হেড কোচ খুঁজতে হবে সিডনি থান্ডারকে।

নিজের সিদ্ধান্ত জানিয়ে বন্ড বলেছেন, ‘সিডনি থান্ডারের সঙ্গে থাকা সময়টা আমি উপভোগ করেছি। কিন্তু এখন ভ্রমণ নিষেধাজ্ঞাসহ নানান জটিলতা চলে আসছে। সামনের দিনগুলো কেমন হবে তাও জানা নেই। তাই বাড়িতে থাকার সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না।’

Advertisement

গত ছয় বছর ধরে গ্রীষ্মের মৌসুমটা বাড়িতে থাকা হয় না জানিয়ে তিনি আরও বলেন, ‘ছয় বছরে একবারও বাড়িতে থাকতে পারিনি। আমার স্ত্রী ট্র্যাসিকে সব দায়িত্ব একাই পালন করতে হয়। আমি বাড়িতে থাকতে চাই। আমার মেয়ে হাই স্কুল শেষ করার পথে। আমার ছেলের সামনে ক্রিকেটের গুরুত্বপূর্ণ সময় আসছে। তাদের পাশে থাকতে চাই।’

বন্ড আরও যোগ করেন, ‘আমি সিডনি থান্ডারের ছেলেদের অনেক মিস করব। ম্যানেজম্যান্টের সবার কথা অনেক মনে পড়বে। এটা দারুণ একটা ক্লাব। আমি সবাইকে মিস করবে। এটা (দূরে থাকা) সত্যিই অনেক কঠিন হবে।’

এদিকে শুধু নতুন কোচ নয়, নতুন অধিনায়কও খুঁজতে হচ্ছে থান্ডারকে। কেননা গত মৌসুমের পর অধিনায়ক ক্যালাম ফার্গুসনকে ছেড়ে দিয়েছে সিডনি থান্ডার। ফলে বেশ কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে থান্ডারের সামনে।

এসএএস/এমএস

Advertisement