দেশজুড়ে

নাটোরে কেজি দরে তরমুজ বিক্রি বন্ধের নির্দেশ

কেজি দরে তরমুজ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।

Advertisement

তিনি বলেছেন, ‘শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৮টা থেকে আড়তদার এবং খুচরা বিক্রেতারা যাতে কেজি দরে তরমুজ বিক্রি করতে না পারে সে জন্য তদারকি করা হবে। একইসঙ্গে যৌক্তিক দামের বাইরে যাতে তরমুজ বিক্রি না হয় সে বিষয়েও তদারকি থাকবে।’

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে নাটোর শহরের হরিশপুর বাস টার্মিনাল ও স্টেশন বাজার এলাকা পরিদর্শন গিয়ে তিনি এসব কথা জানান।

পুলিশ সুপার বলেন, ‘ব্যবসায়ীদের যেন লোকসান না হয় আবার ক্রেতারা যাতে উপযুক্ত মূল্যে তরমুজ ক্রয় করতে পারে সে বিষয়ে পুলিশ তদারকি করবে। যারা এ নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Advertisement

এ সময় নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ, সুপার মীর আসাদুজ্জামানসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেজাউল করিম রেজা/এসজে/এএসএম