কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুটি অস্ত্র ও এক রাউন্ড গুলিসহ দুজনকে আটক করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ঢেমুশিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব-৭।
Advertisement
আটকরা হলেন- মো. শাহাদাত হোসেন (১৯) ও মো. আব্বাছ (৩০)। তারা চকরিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
র্যাব জানায়, চকরিয়ার ঢেমুশিয়া এলাকায় একদল লোক মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে দুজনের কোমর থেকে দুটি অস্ত্র ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এছাড়া র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) আনোয়ার হোসেন ভূঁইয়া জাগো নিউজকে বলেন, বুধবার রাতে চকরিয়ায় অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে
Advertisement
মিজানুর রহমান/এমএসএইচ/জিকেএস