দেশজুড়ে

রাসিক প্যানেল মেয়র নুরুন্নাহার জেলগেট থেকে ফের আটক

বিস্ফোরক মামলায় জামিনের মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে ফের আটক হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ ও মহানগর মহিলা দলের যুগ্ম-আহ্বায়ক নুরুন্নাহার বেগম। রোববার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে।রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জানান, নাশকতার একটি মামলায় রাসিক প্যানেল মেয়র-৩ নুরুন্নাহার বেগমকে সন্ধ্যায় আটক করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।এর আগে, ১২ নভেম্বর বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্যানেল মেয়র-৩ নুরুন্নাহার বেগমের জামিন আবেদন নামঞ্জুর করে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আলতাফ হোসেন তাকে কারাগারে পাঠায়। ৫ জানুয়ারি নগরীর কাদিরগঞ্জ এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া -পাল্টা ধাওয়া ও ককটেলের বিস্ফোরণের ঘটনায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ তার বিরুদ্ধে মে মাসে অভিযোগপত্র আদালতে দাখিল করে। ওই মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আাদলত। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি

Advertisement