গরিবের ভালোবাসার ধরন কেমন?প্রেমিক: তুমি আমার জীবনে বাঁচার রসদ, আমার প্রেরণা, আমার সবকিছু।প্রেমিকা: তুমিও আমার প্রাণ গো।প্রেমিক: আমি খুব একটা বড়লোক নই। রোহিতের মতো আমার বড় বাড়ি, বড় গাড়ি কিছুই নেই। কিন্তু একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার মতো তোমায় কেউ ভালোবাসবে না। আমি তোমাকে খুব ভালোবাসি।প্রেমিকা: সে তো আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু রোহিত সম্বন্ধে আরও কিছু কথা বলো তো শুনি।
Advertisement
****
প্রেমিক-প্রেমিকার আলাদা বিলপ্রেমিক-প্রেমিকা হোটেলে বসে খাচ্ছে। প্রচুর খাবারের অর্ডার দেওয়া হয়েছে-প্রেমিক: তাহলে তুমি আমাকে বিয়ে করবে না বলে ঠিক করেছ?প্রেমিকা: হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে পারব না।প্রেমিক: এই ওয়েটার, আমাদের দু’জনের জন্য দু’টো আলাদা বিল নিয়ে এসো।
****
Advertisement
গরিবরাই সবচেয়ে সুখীপার্কে বসে কথা বলছে এ যুগের ছেলে-মেয়ে- মেয়ে: আমি মনে করি গরিবরাই সবচেয়ে সুখী।ছেলে: তাহলে আমাকে বিয়ে করো। তখন আমরাই হব পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি।
এসইউ/জিকেএস