যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রবাসী আব্দুস সালাম হাওলাদার আর নেই। স্থানীয় সময় বুধবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে মেরিডেন শহরের মিডস্টেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
Advertisement
তিনি দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
আব্দুস সালামের বাড়ি নারায়ণগঞ্জের জামতলায়। প্রায় ২০ বছর আগে স্ত্রী এল জেসিমসহ তিনি যুক্তরাষ্ট্রে আসেন। তিন মেয়ে জিনিয়া সালাম, তানিয়া সালাম ও মনিয়া সালামকে নিয়ে দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাস করছিলেন। কানেকটিকাটে বসবাসরত তার দ্বিতীয় মেয়ে তানিয়া সালামের বাসায় ছিলেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে ম্যানচেস্টারের ইস্ট সেন্টার স্ট্রিটের ফিউনারেল হোমে তার মরদেহ রাখা হবে। বৃহস্পতিবার দুপুরে দেড়টার দিকে ম্যানচেস্টার বায়তুল মামুর মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ চেশেয়ারের মুসলিম কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
Advertisement
এআরএ