খেলাধুলা

ওয়ার্নার-মনিশের ফিফটিতে হায়দরাবাদের চ্যালেঞ্জিং পুঁজি

উইকেট হাতে রেখে এগিয়ে যাওয়ার কৌশল নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কৌশলটা খুব একটা খারাপ হয়নি। ডেভিড ওয়ার্নার আর মনিশ পান্ডের ফিফটির সঙ্গে শেষবেলায় কেন উইলিয়ামসনের ছোট্ট এক ঝড়ে ৩ উইকেটে ১৭১ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে দলটি। অর্থাৎ জিততে হলে চেন্নাই সুপার কিংসকে করতে হবে ১৭২ রান।

Advertisement

টস জিতে ব্যাট করতে নেমে ধীর সূচনা করেছিল হায়দরাবাদ। জনি বেয়ারস্টোর সঙ্গে ডেভিড ওয়ার্নারের ২০ বলের উদ্বোধনী জুটিতে ওঠে মাত্র ২২ রান। ৫ বলে ৭ রান করে স্যাম কুরানের বলে ক্যাচ হন বেয়ারস্টো।

এরপর বড় জুটি ওয়ার্নার আর মনিশ পান্ডের। চার-ছক্কায় মাঠ গরম না করলেও দেখেশুনে দলকে এগিয়ে নিচ্ছিলেন তারা। দুজনই পেয়েছেন হাফসেঞ্চুরি। ১৮তম ওভারে দুজনই হয়েছেন লুঙ্গি এনগিদির শিকার।

তবে তার আগে দ্বিতীয় উইকেটে ১০৬ রান যোগ করে দিয়েছেন ওয়ার্নার-মনিশ। ৫৫ বলে ৩ চার আর ১ ছক্কায় ৫৭ রানের ওয়ানডে ধাচের ইনিংস খেলে আউট হন ওয়ার্নার। মনিশ ছিলেন কিছুটা দ্রুততর। ৪৫ বলে ৬১ রানের ইনিংসে ৫টি চার আর ১টি ছক্কা হাঁকান ডানহাতি এই ব্যাটসম্যান।

Advertisement

একই ওভারে দুই ব্যাটসম্যান ফেরার পর দায়িত্ব কাঁধে তুলে নেন কেন উইলিয়ামসন। অভিজ্ঞ এই কিউই তারকা ১০ বল খেলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় অপরাজিত থাকেন ২৬ রানে। তার সঙ্গে ৪ বলে একটি করে চার-ছক্কায় হার না মানা ১২ রানে মাঠ ছাড়েন কেদর যাদব।

চেন্নাই বোলারদের মধ্যে ২ উইকেট নেয়া পেসার লুঙ্গি এনগিদি ৪ ওভারে খরচ করেন ৩৫ রান।

এমএমআর/জিকেএস

Advertisement