দেশের একমাত্র করোনাভাইরাসের টিকা উৎপাদনের দাবিদার গ্লোব বায়োটেক লিমিটেড। তারা সেই টিকার নাম দিয়েছে ‘বঙ্গভ্যাক্স’। কয়েক মাস আগে আবেদন করলেও এখন পর্যন্ত বঙ্গভ্যাক্স মানবদেহে প্রয়োগের (ক্লিনিক্যাল ট্রায়াল) নৈতিক অনুমোদন দেয়নি বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)।
Advertisement
গত ২৫ এপ্রিল বিএমআরসির চেয়ারম্যান চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী জানিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যে অনুমোদন দেয়া হবে।
তবে এখন পর্যন্ত বিএমআরসি থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পায়নি গ্লোব বায়োটেক। চলতি সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৯ এপ্রিল)। এ দিন বিএমআরসি থেকে আনুষ্ঠানিক চিঠি আসবে, এমন আশায় আছে গ্লোব বায়োটেক।
বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি অপারেশন্সের ম্যানেজার ও ইনচার্জ এবং টিকা আবিষ্কার গবেষক দলের সদস্য মোহাম্মদ মহিউদ্দিন জাগো নিউজকে বলেন, ‘বিএমআরসি থেকে এখনও কোনো চিঠি পাইনি। মৌখিকভাবেও আমরা এখনও কিছু জানতে পারিনি। গণমাধ্যমে শুনেছি তারা বলেছে, এ সপ্তাহে দেবে। এ সপ্তাহে কালকের (বৃহস্পতিবার) দিনই বাকি আছে। আমরা আগামীকালের অপেক্ষায় আছি।’
Advertisement
তিনি আরও বলেন, ‘তিন-চার মাস চলছে, এখন তো দেয়নি। শুনছি দেবে, কিন্তু রেজাল্ট না পাওয়া পর্যন্ত বুঝতে পারছি না।’
পিডি/এমএসএইচ/জিকেএস