রাজনীতি

রাজধানীবাসীর সেবায় আ.লীগের ২ মেডিকেল টিম

রাজধানী ঢাকার সাধারণ মানুষের চিকিৎসা সহায়তা প্রদানে ৩০ চিকিৎসকের সমন্বয়ে দুটি মেডিকেল টিম গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটি ২৭ এপ্রিল (মঙ্গলবার) এ টিম গঠন করে।

Advertisement

১৫ জন করে ৩০ সদস্যের দুটি টিম ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসবাসরত সাধারণ মানুষের চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা প্রদান করবে। এই দুই সিটি করপোরেশন এলাকায় বসবাসরত মানুষের চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা পেতে নিম্নবর্ণিত টিমের সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করেছে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।

ঢাকা উত্তর সিটি করপোরেশন টিম

১. ডা. রোকেয়া সুলতানা ০১৭১১৫২৭৭৮৫২. ডা. মোতাহের হোসেন চৌধুরী ০১৮১৯৪৬৯৬৮৯৩. ডা. আবদুল মতিন ০১৭১১৬৯৯৮৪২৪. ডা. জাহেরুল ইসলাম লিটন ০১৭১১৬৩৭৯৫০৫. ডা. মুশফিকুর রহমান ০১৯১১৩৪৩৯৬৮৬. ডা. শেখ শহীদ উল্লাহ ০১৯৮৮৫৫৮৮২২৭. ডা. অসীম কুমার সেনগুপ্ত ০১৭৩১৬৩৬৭১৩৮. ডা. কামরুজ্জামান কামরুল ০১৭১১১২৩৩৭৭৯. ডা. আহমেদুল হোসেন খান ০১৭১১৭৮২০৬৩১০. ডা. মাহবুবুল হাকিম মিশু ০১৭১০৪৯৪০৩১১১. ডা. চয়ন বিশ্বাস ০১৬৮৩৫১১৮৯১১২. ডা. মো. শাহরিয়ার হোসেন ০১৭২৩৯৪১৪২৮১৩. মো. নিয়ামুল হোসেন তুষার ০১৭১৫-৬৫১৬১৯১৪. ডা. তারিকুল ইসলাম প্রিন্স ০১৯১১৬৯২৭১৭১৫. ডা. ফাতেমা-তুজ-জোহরা ০১৭৮২৭৪৬৬২৭

Advertisement

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন টিম

১. ডা. রোকেয়া সুলতানা ০১৭১১৫২৭৭৮৫২. অধ্যাপক আবু তাহের ০১৮১৬৩৫৭৩৫৫৩. ডা. পূরবী দেবনাথ ০১৭১১১৭৫৩০৩৪. ডা. আরিফুল ইসলাম জোয়ার্দার ০১৭১৩০১৫৫৯১৫. ডা. রথীন্দ্রনাথ সরকার ০১৭১৬২২৬১৮৯৬. ডা. শাহ তাহমিনা সিদ্দিকা ০১৭১১৪৬৫৭৮৩৭. শেখ মিলি ০১৭৩১৩৬৬৭৭৭৮. ডা. সানজিদা আহমেদ ০১৭২৩৩১৯৩৮৬৯. ডা. রেহেনা আক্তার ০১৭১১৩৪৬৭৬৪১০. ডা. সায়িদা শওকত ০১৫৫০০০২২৭৬১১. ডা. মশিউর রহমান খসরু ০১৭১৬০৪৫৬৪৬১২. ডা. আতিকুর রহমান ০১৭১৫০১১১৬৯১৩. ডা. অমল কুমার ঘোষ ০১৭১১২৮০৯৮০১৪. ডা. মো. আক্তার কামাল পারভেজ রিংকু ০১৭১১৯৫০৩৫৯১৫. ডা. আমিনুর রহমান অপু ০১৬৭০৭২৫৯০৫১৬. ডা. ইলোরা শারমিন ০১৯১৪৪৯৯৮০০ 

এসইউজে/ইএ/এমএস

Advertisement