করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জে ২০০ জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ।
Advertisement
বুধবার (২৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
ডিসি মোস্তাইন বিল্লাহ বলেন, ‘এবার তৃতীয় লিঙ্গের ২০০ জন লোককে খাদ্য সামগ্রী দেয়া হয়। খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ও এক কেজি লবণ।’
এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মো. মনিরুজ্জামান বকাউল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামিম ব্যাপারী এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
Advertisement
মো. শাহাদাত হোসেন/এসজে/জেআইএম