দেশজুড়ে

থানায় সভাপতিকে দেখতে গিয়ে শিবিরের সেক্রেটারি গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগতি থানায় উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. তানজীদকে দেখতে গিয়ে সেক্রেটারি মো. শাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) বিকেলে থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার কামাল হারুন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

Advertisement

এর আগে দুপুরে শিহাবকে থানা থেকে ও তানজীদকে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে আলেকজান্ডার কামিল মাদরাসার ছাত্রাবাস থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তানজীদ উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের দেলোয়ার হোসেন সফিকের ছেলে ও শাকিব আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামের আবদুস সোবহানের ছেলে।

পুলিশ জানায়, নাশকতা সৃষ্টির লক্ষ্যে আলেকজান্ডার কামিল মাদরাসার ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবিরের সভাপতি তানজীদকে ২০টি জেহাদী বইসহ গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে উপস্থিত অন্যরা পালিয়ে যায়। এদিকে দুপুরে আটক তানজীদকে দেখতে শাকিব থানায় আসেন। রাতে বৈঠকে শাকিবও উপস্থিত ছিলেন। এ ঘটনায় শাকিবকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে জেহাদী বই বিতরণ করে জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎসাহের মাধ্যমে আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটনার চেষ্টার অভিযোগ আনা হয়। এ অভিযোগে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

Advertisement

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোছাইন বলেন, শিক্ষা-প্রতিষ্ঠানগুলো বন্ধ হলেও আলেকজান্ডার কামিল মাদরাসার ছাত্রাবাস খোলা রয়েছে। সেখানে শিবিরের নেতাকর্মীদের উপস্থিতিতে সব সময় সরব থাকে। লকডাউনকে কেন্দ্র করে শিবির নাশকতার পরিকল্পনায় বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশকে জানালে সেখানে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি-সম্পাদক দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কাজল কায়েস/আরএইচ/জেআইএম

Advertisement