দেশজুড়ে

মাস্ক ছাড়া বের হলেই ৩০ মিনিট রোদে বসিয়ে রাখছে পুলিশ

ময়মনসিংহে করোনা সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ। মাস্ক ছাড়া বের হলেই ২০ থেকে ৩০ মিনিট রোদে বসিয়ে রাখছে পুলিশ।

Advertisement

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে নগরীর নতুন বাজার মোড়ে মাস্ক ছাড়া বের হওয়া ব্যক্তিদের ২০ মিনিট থেকে ৩০ মিনিট পর্যন্ত মাস্ক পরিয়ে বসিয়ে রাখতে দেখা যায়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন সেজন্য পুলিশ কিছুটা কঠোর ভূমিকা পালন করছে। তাই যারাই মাস্ক ছাড়া বের হচ্ছেন তাদের মাস্ক পরিয়ে ২০ মিনিট থেকে ৩০ মিনিট পর্যন্ত বসিয়ে রেখে ছেড়ে দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৬০ জনকে এ শাস্তির আওতায় আনা হয়। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Advertisement

অভিযানে কোতোয়ালি মেডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

মঞ্জুরুল ইসলাম/এসআর/জেআইএম