আইন-আদালত

হেফাজতের ঢাকা মহানগরের সহ-দফতর সম্পাদক আবারও রিমান্ডে

বায়তুল মোকাররম মসজিদে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-দফতর সম্পাদক ও ইসলামী ছাত্রসমাজের সেক্রেটারি হযরত মাওলানা ইহতেশামুল হক সাখীর আবার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

বুধবার (২৮ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন পল্টন থানার হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় চারদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে এই মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর চলতি বছরের ২৬ মার্চ বায়তুল মোকাররম মসজিদে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানোপূর্বক সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর শুনানি শেষে তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

এর আগে ২৩ এপ্রিল তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ২০১৩ সালের পল্টন থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি চারদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

তারও আগে ২২ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বংশাল এলাকা থেকে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-দফতর সম্পাদক ইহতেশামুল হক সাখীকে গ্রেফতার করা হয়।

জেএ/এমআরআর/এমএস

Advertisement