জাতীয়

বিএসএমএমইউতে ২০ হাজার লিটারের অক্সিজেন ট্যাংক স্থাপনের নির্দেশ

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় যাতে অক্সিজেনের সংকট না হয়, সেজন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন তরল অক্সিজেন ট্যাংক স্থাপনের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

Advertisement

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ব্লক, কেবিন ব্লক, ‘সি’ ব্লকসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনকালে এ নির্দেশ দেন তিনি।

এ সময় বিএসএমএমইউ উপাচার্য বলেন, কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আগে থেকেই নিশ্চিত করতে হবে। আশা করি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন করোনা রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেনের সংকট হবে না। লিকুইড অক্সিজেন ৫ হাজার লিটার থেকে বৃদ্ধি করে ২৫ হাজার লিটারে উন্নীত করা হবে।

এসময় তিনি ভারতের ডাবল মিউটেন্ট ভ্যারিয়েন্ট যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য কমপক্ষে দুই সপ্তাহ বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত বন্ধ রাখার বিষয়ে সরকারের সিদ্ধান্তকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। এছাড়া ভারত থেকে যারা দেশে আসেন তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করার কথাও উল্লেখ করেন।

Advertisement

বিএসএমএমইউ উপাচার্য এ সময় হাসপাতাল ও ক্যাম্পাসে অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সড়কের সম্প্রসারণ ও ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধণের জন্য সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

এদিকে মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ তার কার্যালয়ে প্রশাসনিক সভা এবং ডা. মিল্টন হলে দক্ষিণ কোরিয়া সরকারের সহায়তায় নির্মাণাধীন সুপার স্পেশালাইজড হাসপাতালের বিষয়ে আলাদা দুটি সভায় অংশ নেন।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সুপার স্পেশালাইজড হাসপাতালের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এমইউ/এমআরআর/জিকেএস

Advertisement