করোনার এ কঠিন সময় হতদরিদ্র মানুষের পাশে থাকতে ১৪০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে ‘রবিনহুড দ্য অ্যানিমেল রেস্কিউ’ টিম। খাদ্য সহায়তা পাওয়াদের মধ্যে ছিলেন ৪০ জন তৃতীয় লিঙ্গের মানুষ।
Advertisement
সোমবার (২৬ এপ্রিল) বিকেলে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী তার কার্যালয়ের সামনে খাদ্য সহায়তা তুলে দেয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
সুদীপ কুমার বলেন, দরিদ্র মানুষ দারুণ কষ্টে রয়েছে। এছাড়া অনেক পেশার মানুষ রয়েছে যারা এই লকডাউনে তাদের কাজ করতে পারছে না। তারা খাদ্যের কষ্টে আছেন। যারা সামর্থ্যবান রয়েছেন তারা তাদের পাশে দাঁড়ান। তাদের সহায়তা করতে হবে, আমাদের সকলকে নিয়েই বাঁচতে হবে।
রবিনহুড দ্য অ্যানিমেল রেস্কিউ’ টিমের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এরা মূলত পশুপাখি উদ্ধারে কাজ করে। তারপরও পরিস্থিতি বিবেচনায় মানুষের কল্যাণে এগিয়ে এসেছে। উদ্যোগ ছোট, কিংবা বড় সেটা বড় কথা নয়। এমন উদ্যোগ যে তারা নিয়েছে সেটা প্রশংসার দাবিদার।
Advertisement
বিতরণ করা প্রতিটি ত্রাণের প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি করে তেল, ডাল, আলু, পেয়াজ, সেমাই ও একটি সাবান।
এদিকে দ্বিতীয় দফায় সোমবার সন্ধ্যায় রবিনহুড রেস্কিউ টিম রাজধানীর কয়েকটি এলাকার ঘুরে বাকি ১০০ প্যাকেট খাদ্য দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করে।
ওই টিমের প্রধান আফজাল খান বলেন, লকডাউনের শুরু থেকেই আমরা মানুষের পাশে রয়েছি। তবে আজকের উদ্যোগটা এর মধ্যে সবচেয়ে বড়। আমাদের এই উদ্যোগের পেছনে ছিল কিছু ভালো মানুষ। এরমধ্যে কানাডাপ্রবাসী আমিনা আপু এবং তার বন্ধুরা সবচেয়ে বেশি সহায়তা করেছেন।
তিনি বলেন, আমাদের উদ্যোগের মধ্যে আমরা তৃতীয় লিঙ্গের মানুষকে সম্পৃক্ত করেছি। কারণ লকডাউনের মধ্যে তারাও বিপদে রয়েছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের একটি বড় কর্তব্য।
Advertisement
এনএইচ/জেডএইচ/এমকেএইচ