কুড়িগ্রাম পৌর এলাকায় এক বাড়িতে নতুন সেফটিক ট্যাংকের ঢাকনা খোলার পর বিষক্রিয়ায় রতন (৩৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
Advertisement
রতন জেলা সদরের বেলগাছা ইউনিয়নের আতারাম গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালের দিকে জেলা শহরের গোডাউন কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই শ্রমিককে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, কামারপাড়া গ্রামের পশু চিকিৎসক ওয়াজেদ মিয়ার ছেলে মামুনের বাড়িতে নতুন সেফটিক ট্যাংকের ঢাকনা খুলে নিচে নামতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শ্রমিক রতন নিচে পড়ে যান। পরে তাকে রশি দিয়ে টেনে তোলার পর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।
Advertisement
এ বিষয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পুলক কুমার সরকার জানান, রতন সেফটিক ট্যাংকের ভেতরেই বিষক্রিয়ায় মারা যান।
মাসুদ রানা/এসআর/জিকেএস