চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘এশিয়া মহাদেশ’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : বেফোর্স কোন দেশের অস্ত্র উৎপাদন ও বিক্রয়কারী সংস্থা? উত্তর : সুইডেন। ২. প্রশ্ন : ভারতের কোন রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় শত শত মুসলিম নর-নারী নিহত হয়? উত্তর : গুজরাট। ৩. প্রশ্ন : ভারতের বিখ্যাত তিনমূর্তি ভবনটি কোথায় অবস্থিত? উত্তর : নয়াদিল্লি। ৪. প্রশ্ন : ভারতের গোলযোগপূর্ণ ‘অনন্তনাগ’ শহরটি কোথায়? উত্তর : কাশ্মীরে। ৫. প্রশ্ন : কোন দেশটিকে ‘দ্য ল্যান্ড অব থান্ডার ড্রাগন’ বলা হয়? উত্তর : ভূটানকে। ৬. প্রশ্ন : ভূটানের প্রথম উত্তরাধিকারী ভিত্তিক রাজা ক্ষমতায় আসে কবে? উত্তর : ১৭ ডিসেম্বর ১৯০৭। ৭. প্রশ্ন : জিগমে সিংগে ওয়াংচুক কবে ভূটানের রাজা নিযুক্ত হন? উত্তর : ১৯৭২ সালের জুলাই মাসে। ৮. প্রশ্ন : ভূটানে কবে গণতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত হয়? উত্তর : ১৯৬৯ সালে। ৯. প্রশ্ন : মায়ানমার কবে ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছিল? উত্তর : ১ এপ্রিল ১৯৩৭। ১০. প্রশ্ন : মায়ানমারে সামরিক শাসন শুরু হয় কবে? উত্তর : ১৯৬২ সালে। ১১. প্রশ্ন : কোন দেশে ১৯৬২ সালের পর গণতন্ত্র চর্চা হয়নি? উত্তর : মায়ানমারে। ১২. প্রশ্ন : অং সান সুচি রাজনৈতিক দলের নাম কী? উত্তর : এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি)। ১৩. প্রশ্ন : অং সান সুচি কবে এনএলডি গঠন করেন? উত্তর : সেপ্টেম্বর, ১৯৮৮ সাল। ১৪. প্রশ্ন : বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েক কোন দেশের অধিবাসী? উত্তর : শ্রীলঙ্কার। ১৫. প্রশ্ন : এলটিটিই’র জন্ম হয় কবে? উত্তর : ১৯৭৮ সালে। ১৬. প্রশ্ন : শ্রীলঙ্কার তামিল গেরিলাদের প্রধান কে ছিলেন? উত্তর : ভিলু পিল্লাই প্রভাকরণ। ১৭. প্রশ্ন : ভিলু পিল্লাই প্রভাকরণ কবে শ্রীলঙ্কার সেনাবাহিনীর হাতে নিহত হন? উত্তর : ১৮ মে ২০০৯। ১৮. প্রশ্ন : ইসলামি বিশ্বের প্রথম মহিলা সরকার প্রধান কে? উত্তর : বেনজির ভুট্টো। ১৯. প্রশ্ন : বেনজির ভুট্টো কবে জন্মগ্রহণ করেন? উত্তর : ২১ জুন ১৯৫৩। ২০. প্রশ্ন : বেনজির ভুট্টো কবে আত্মঘাতি হামলায় নিহত হন? উত্তর : ২৭ ডিসেম্বর ২০০৭।এসইউ/পিআর
Advertisement