দেশজুড়ে

দিনাজপুরে বাংলাদেশ-ভারত যৌথ সম্মেলন শুরু

দিনাজপুরে বাংলাদেশ-ভারত তিন দিনব্যাপী দ্বি-পাক্ষিক জেলা প্রশাসকদের সীমান্ত বিষয়ক সম্মেলন শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে উভয় দেশের জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের সম্মেলনে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সীমান্তরক্ষী প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছেন।সম্মেলনে বাংলাদেশের ৯টি জেলা ও ভারতের ছয়টি জেলার কর্মকর্তারা এবং বিজিবি ও বিএসএফ অংশ নিয়েছেন।জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে বাংলাদেশ-ভারত যৌথ (ডিসি-ডিএম) সীমান্ত সম্মেলনে চোরচালান, নারী ও শিশু পাচার, সীমান্ত হত্যা, সীমানা জটিলতা, অবৈধ অনুপ্রবেশসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে সভায় ভারতের ১৩ সদস্যের প্রতিনিধি ভারতের জলপাইগুড়ি জেলার ডিএম পৃথা সরকার, এসপি আকাশ মাঘারিয়া, দার্জিলিং জেলার ডিএম অনুরাজ শ্রীবাস্তব, এসপি অমিত পি জাভালজি, মালদা জেলার ডিএম শরদ কর্মকার, এসপি প্রসুন বন্দোপাধ্যায়, উত্তর দিনাজপুর জেলার ডিএম রনধীর কুমার, এসপি সৈয়দ ওয়াকার, দক্ষিণ দিনাজপুর জেলার ডিএম তাপস চৌধুরী, এসপি শিশরাম জাজারিয়া, কোচবিহার জেলার ডিএম ডক্টর পি উলাঙ্গানাথান, এসপি রাজেশ কুমার, শিলিগুড়ি জেলার ডিসিপি শিয়াম সিং উপস্থিত ছিলেন।মালদা জেলার এসপি প্রসুন বন্দোপাধ্যায় সাংবাদিকদের জানান, সীমান্ত সম্মেলনে ভারতের উত্তরবঙ্গের সাতটি জেলার ডিএম এসপিরা এখানে এসেছে। সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা হচ্ছে। সৌহার্দ বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্কের উন্নয়ন হবে।এদিকে, সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিজিবি কমান্ডারদের সঙ্গে ভারতের ছয়টি জেলার ডিএম, পুলিশ সুপার ও বিএসএফ কমান্ডারদের মধ্যে এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এমদাদুল হক মিলন/এআরএ/পিআর

Advertisement