করোনা মোকাবিলায় আমেরিকা এবং ভারত যৌথভাবে লড়াই করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ফোনালাপে বাইডেন এই বার্তা দিয়েছেন। ফোনালাপের পর হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।
Advertisement
আমেরিকার মতোই করোনার ধাক্কায় ভারতের পরিস্থিতি বেসামাল। এর মধ্যে সোমবার রাতে নরেন্দ্র মোদিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জো বাইডেন। দুই দেশের শীর্ষনেতার মধ্যে আলোচনায় ভারতের কোভিড রোগীরা যে শোচনীয় অবস্থায় রয়েছেন, তা নিয়েও কথা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
এর আগে, করোনা টিকার কাঁচামাল সরবরাহ করার ব্যাপারে ভারতকে রোববারই আশ্বাস দিয়েছিল আমেরিকা। তার একদিন পর সোমবার বাইডেন জানিয়েছেন, করোনা রোগীদের চিকিৎসায় আপৎকালীন সহযোগিতাও করবে তার প্রশাসন।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে রোগীদের চিকিৎসায় চরম অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটকসহ দেশটির একাধিক রাজ্যে হাসপাতালের বেডও অপ্রতুল হয়ে পড়েছে। দেশটিতে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে।
Advertisement
এমএইচআর/এএসএম