ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গৌরাঙ্গ দেবনাথ অপু নামে এক সাংবাদিককে হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এরপর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
Advertisement
এ ঘটনায় সোমবার (২৬ এপ্রিল) দুপুরে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ।
সাংবাদিক অপু দৈনিক কালেরকণ্ঠের নবীনগর উপজেলা প্রতিনিধি ও স্থানীয়ভাবে প্রকাশিত ‘নবীনগরের কথার’ সম্পাদক। তিনি বলেন, ‘রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মাঝিকাড়া গ্রামের ১৫-২০ টি ছেলে আমার বাসার সামনে আকস্মিকভাবে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। নবীনগরে সাংবাদিকতা করতে হলে, স্থানীয় এমপি এবাদুল করিমের বিরুদ্ধে কিছু লেখা যাবে না, কোনো টকশোতে এমপির বিরুদ্ধে কথা বলা যাবে না। ভবিষ্যতে এমপির বিরুদ্ধে যদি পত্রিকায় কিছু লেখা হয়, কিংবা টকশোতে কিছু বলা হয়, তাহলে আমার হাত পা কেটে নেয়া হবে বলে চিৎকার করে হুমকি দিতে থাকে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজও করতে থাকে।’
সাংবাদিক অপু আরও বলেন, ‘নবীনগর থানার (ওসি) আমিনুর রশীদকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিকভাবে পরিদর্শক (তদন্ত) নূরে আলমের নেতৃত্বে ৫-৬ জন এসআইকে দ্রুত নবীনগর আদালত সড়কে অবস্থিত আমার বাসার সামনে পাঠান। কিন্তু পুলিশ আসার আগেই উশৃঙ্খল যুবকরা পালিয়ে যায়।’
Advertisement
বিষয়টি জানার পর সোমবার সকালে জাতীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুকে ফোন করে এ ঘটনায় নিন্দা প্রকাশ করেন।
এছাড়া সকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান ও পুলিশ সুপার আনিসুর রহমান দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে যথাযথ নির্দেশনা দিয়েছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ দোষীদের ধরতে অভিযানে নেমেছে। আশা করছি, দ্রুত সময়ের ভেতরে বখাটেদেরকে গ্রেফতার করা হবে।’
আবুল হাসনাত মো. রাফি/এসজে/এমএস
Advertisement