বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘বিএসএমএমইউ-তে চিকিৎসাধীন করোনা রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন সঙ্কট হবে না। লিকুইড অক্সিজেন পাঁচ হাজার লিটার থেকে বৃদ্ধি করে ২৫ হাজার লিটারে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে।’
Advertisement
তিনি বলেন, ‘আলাদাভাবে আরও একটি ভ্যাকুয়াম ইনসুলেটেড ইভাপোরেটর বা লিকুইড অক্সিজেন ট্যাংক স্থাপন করা হবে। ভারতের ডাবল মিউটেন্ট ভ্যারিয়েন্ট যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য কমপক্ষে দুই সপ্তাহ সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত সময়োপযোগী। ভারত থেকে যারা দেশে আসেন, তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।’
সোমবার (২৬ এপ্রিল) কেবিন ব্লক ও সি ব্লকের মাঝে স্থাপিত লিকুইড অক্সিজেন ট্যাংক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এদিকে আজ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তার কার্যালয়ে প্রশাসনিক সভা, পরিচালক (অর্থ ও হিসাব) অফিস, শিশু নিউরোলজি ও কার্ডিয়াক সার্জারির বিভাগের সঙ্গে আলাদাভাবে ৪টি সভায় অংশগ্রহণ করেন। তিনি কমিউনিটি অফথালমোলজি বিভাগে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।
Advertisement
এছাড়াও উপাচার্য ডা. মিল্টন হলে অনুষদের পাঠ কমিটির সভায় সভাপতিত্ব করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমইউ/এএএইচ/এমএস