বন্ধ ঘোষণার পরও সারাদেশে প্রথম ডোজের টিকা নিয়েছেন হাজারেরও বেশি মানুষ। স্বাস্থ্য অধিদফতর থেকে রোববার এক বিজ্ঞপ্তিতে আজ (২৬ এপ্রিল) থেকে প্রথম ডোজের টিকাদান বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়। এরপরও রাজধানীসহ সারাদেশে এক হাজার ৩১ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৪০ জন এবং ৩৯১ জন নারী।
Advertisement
সোমবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে প্রথম ডোজের টিকা নেন ৪২৩ জন। তাদের মধ্যে পুরুষ ২৪১ জন এবং নারী ১৮২ জন। ময়মনসিংহ বিভাগে ১০ জন পুরুষ এবং তিনজন নারীসহ মোট ১৩ জন টিকা নিয়েছেন। রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন ১৭৯ জন। তাদের মধ্যে পুরুষ ১২০ জন ও নারী ৫৯জন।
এছাড়াও রংপুর বিভাগে প্রথম ডোজের টিকা নেন ১৮ জন। তাদের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ৯ জন। খুলনা বিভাগে টিকা নেন ৪ জন। তাদের মধ্যে পুরুষ ২ জন ও নারী ২জন। বরিশাল বিভাগে প্রথম ডোজের টিকা নিয়েছেন ১৫১ জন। তাদের মধ্যে পুরুষ ৮৯ জন ও নারী ৬২ জন এবং সিলেট বিভাগে টিকা নেন ২৪৩ জন। তাদের মধ্যে পুরুষ ১৬৯ জন ও নারী ৭৪ জন।
Advertisement
এমইউ/এআরএ/এমকেএইচ