ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, ফাইজারের ভ্যাকসিন নিয়েছেন এমন ব্যক্তিদের মধ্যে অল্প কয়েকজন হৃদপিণ্ডের প্রদাহের সমস্যায় ভুগছেন। তবে এ বিষয়ে কোনো উপসংহারে আসেনি মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
Advertisement
ফাইজার জানিয়েছে, জনগণের মধ্যে এই ভ্যাকসিন নিয়ে এ ধরণের লক্ষণ দেখা দেয়ার মাত্রা প্রত্যাশিত মাত্রার চেয়ে বেশি নয়।
ইসরায়েলের মহামারি নিয়ন্ত্রণ সমন্বয়ক ন্যাচম্যান অ্যাশ বলেছেন, প্রাথমিক জরিপে দেখা গেছে, ভ্যাকসিন নেয়া ৫০ লাখ মানুষের মধ্যে ১০ জনের মায়োকার্ডাইটিস বা হৃদপিণ্ডের প্রদাহ দেখা গেছে। মূলত দ্বিতীয় ডোজ নেয়ার পর তাদের মধ্যে এই লক্ষণ পাওয়া যায়।
অ্যাশ বলেন, এটি এখনও পরিষ্কার নয় যে এই সংখ্যাটি অস্বাভাবিক বেশি অথবা ভ্যাকসিনের সঙ্গে এর সংযোগ রয়েছে কিনা।
Advertisement
হৃদপিণ্ডের প্রদাহের অধিকাংশ সমস্যাই দেখা গেছে ৩০ বছরের বেশি বয়সীদের মধ্যে।
রেডিওতে দেয়া সাক্ষাৎকারে ও সংবাদ সম্মেলনে অ্যাশ বলেন, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।
তিনি বলেন, এই সমস্যার সূত্র বের করা কঠিন কারণ ম্যাওকার্ডাইটিস এমন একটি রোগ যা জটিল অবস্থায় যাওয়ার আগেই সাধারণ সেরে যায় এবং অনেক ধরনের ভাইরাসের কারণে এটি হতে পারে। গত বছরেও ইসরায়েলে এই রোগের একই সংখ্যক রোগী দেখা গেছে।
ফাইজার জানিয়েছে, ভ্যাকসিনের তথ্য পর্যালোচনার জন্য তারা ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
Advertisement
গত ডিসেম্বরেই করোনার ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু করেছিল ইসরায়েল। জনসংখ্যার অনুপাতে ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে তারা। গত বৃহস্পতিবার দেশটি ৫০ লাখ ভ্যাকসিন দেয়ার অনন্য মাইলফলক স্পর্শ করেছে। এছাড়া প্রায় ১০ মাস পর গত শুক্রবার দেশটিতে করোনায় মৃত্যু পুরোপুরি শূন্যের কোটায় নেমেছে।
এমকে/এমকেএইচ