তথ্যপ্রযুক্তি

গুগল অ্যাকাউন্ট একই রেখে পরিবর্তন করা যাবে ইউটিউব চ্যানেল

এবার থেকে ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে গেলে গুগল অ্যাকাউন্ট পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। অরিজিনাল গুগল অ্যাকাউন্ট রেখেই ইউটিউব চ্যানেলের নাম ও প্রোফাইল পিকচার পরিবর্তন করা যাবে। ইউটিউবারদের জন্য এমনই নতুন ফিচার নিয়ে এল গুগল অধীনস্ত স্ট্রিমিং জায়েন্ট ইউটিউব।

Advertisement

নতুন এই ফিচারের ফলে যেসমস্ত ইউটিবাররা নিজের জিমেইল ব্যবহার করেই চ্যানেল খুলতে চান তারা উপকৃত হবেন।

তবে চ্যানেলের নাম পরিবর্তন করে যাদের ভেরিফিকেশন ব্যাজ আছে, তা আর থাকছে না। এর জন্য তাদের নতুন করে আবেদন করতে হবে। কাজেই তাদের জন্য কিছুটা বিরক্তির কারণ রয়েছে। ডেস্কটবে ইউটিউব স্টুডিও খুলে মেনুবারে যেতে হবে। কাস্টমাইজেশন অপশনে সিলেক্ট করতে হবে। বেসিক ইনফো সিলেক্ট করে এরপর চ্যানেলের নাম বদলাতে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। মোবাইলের ক্ষেত্রে 'ইউর চ্যানেল' অপশনে ক্লিক করতে হবে। এডিট চ্যানেল সিলেক্ট করে পেন্সিল আইকনে ক্লিক করে প্রোফাইলের নাম বদলাতে হবে।

এমএমএফ/এএসএম

Advertisement