স্বাস্থ্য

ডিএনসিসি করোনা হাসপাতালে আরও ৭১ চিকিৎসককে পদায়ন

রাজধানীর মহাখালীতে নবনির্মিত এক হাজার শয্যার ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে আরও ৭১ জন চিকিৎসককে পদায়ন করা হয়েছে। এ নিয়ে আগের ১৩৮ জনসহ হাসপাতালটিতে মোট চিকিৎসকের সংখ্যা দাঁড়াল ২০৯ জনে।

Advertisement

রোববার (২৫এপ্রিল) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. রোবেদ আমিন।

তিনি বলেন, নতুন পদায়ন করা ৭১ জনের মধ্যে ৫৪ জনই বিশেষজ্ঞ চিকিৎসক। তারা বিভিন্ন বিষয়ের জুনিয়র কনসালটেন্ট। এসব চিকিৎসক করোনা রোগীদের সুচিকিৎসায় বিশেষজ্ঞ মতামত দিয়ে চিকিৎসা ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে পারবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এ হাসপাতালে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একজন সহকারী পরিচালক ও দুজন অফিস সহকারী নিয়োগ দেয়া হয়েছে বলেও তিনি জানান।

ডিএনসিসি করোনা ডেডিকেটেড এ হাসপাতালটি এক হাজার শয্যার হওয়ার কথা থাকলেও আপাতত ৩৮০ শয্যা চালু হয়েছে।

Advertisement

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রোববার (২৫ এপ্রিল) পর্যন্ত ৩৫০ শয্যার মধ্যে ২০০টি সাধারণ বেড, ১০০টি আইসিইউ এবং ৫০টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা যুক্ত ও ৩০টি অক্সিজেন কন্সেনট্রেটরসহ এইচডিইউ সমতুল্য বেড রয়েছে। এগুলোর মধ্যে ৮৬টি সাধারণ বেড এবং ৯২টি আইসিইউ বেডে রোগী ভর্তি রয়েছে। অবশিষ্ট শয্যাগুলো আপাতত খালি রয়েছে।

এমইউ/এসএস/এএসএম