প্রচণ্ড দাবদাহে পুড়ছে খুলনা। রোববার (২৫ এপ্রিল) তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। যা সাত বছর আগে একবার অনুভব করেছিল এখানকার মানুষ।
Advertisement
খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, রোববার খুলনার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালের ২৩ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
তিনি আরও বলেন, এ ধরনের তীব্র দাবদাহ আরও কয়েকদিন থাকবে। আপাতত এ জেলায় আগামী ২/৩ দিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
এদিকে প্রচণ্ড গরমে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। একটু বৃষ্টির জন্য আকাশের দিকে চেয়ে রয়েছে মানুষ। প্রচণ্ড গরমে বোটা শুকিয়ে খসে পড়ছে গাছের আম ও লিচু। ফসলের মাঠ ফেটে চৌচির। নেতিয়ে পড়ছে সবজি। ফসলি ক্ষেত বৃষ্টির অভাবে ক্ষতির সম্মুখীন। শহর থেকে শুরু করে সর্বত্র পানির জন্য চলছে হাহাকার। খুলনাঞ্চলের অনেক এলাকায় বৃষ্টির নামাজ পড়ছেন স্থানীয়রা।
Advertisement
অনাবৃষ্টির কারণে বাড়ছে গরমজনিত রোগ। তাপমাত্রার দাপট আর অন্যদিকে চলমান করোনা পরিস্থিতির মধ্যে বাড়তি চাপ হিসেবে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতল, সদর হাসপাতাল ও শিশু হাসপাতালে হিটস্ট্রোক ও ডায়রিয়াসহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে মানুষ।
আলমগীর হান্নান/আরএইচ/এমকেএইচ