দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কৃতি সন্তান আবাসন ব্যবসায়ী ও কেন্দ্রীয় আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী পার্বতীপুরবাসী।
Advertisement
করোনা চিকিৎসা শেষে নেগেটিভ ফলাফলে পাবার পর গত শনিবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে পিত্ত থলিতে পাথরের জটিলটায় তিনি মারা যান।
মিচুয়াল প্রপার্টি লিমিটেড এর স্বত্তাধিকারী আমিনুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পার্বতীপুর সমিতি ইউএসএ'র সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন, উপদেষ্টা কামরুল হাসান বাবুল, নুর ইসলাম, ফজলুল কাদের, রওশন আরা হাসান, তোশারফ হোসেন তুষার, এনামু্ল হক, সাংবাদিক ছাবেদ সাথী, সাইমুল হক, মো. শফি উল্লাহ, জাকির হোসেন জুয়েল, আহরাব আহমেদ রচি, সোহেল রানা, সঙ্গীত শিল্পী কৌশলী ইমা, ফেন্সি মন্ডল, আনার ফেরদৌসী, রোজিনা, শামীমা নার্গিস, মাহমুদা খাতুন পুতুল ও সালমা খাতুন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ২০১৭ সালের আগস্টের প্রথম সপ্তাহে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। অ্যারিজোনার অঙ্গরাজ্যে তার ছেলের বাসা ঘুরে মাত্র দু'দিনের জন্য নিউ ইয়র্কে এসেছিলেন।
Advertisement
এ সময় স্থানীয় পার্বতীপুর সমিতির নেতারা তাৎক্ষণিক আয়োজনে তাকে সংবর্ধনা প্রদান করেন। প্রয়াত আমিনুল ইসলাম সরকার পার্বতীপুর পৌর চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব সরকারের ছোট ভাই এবং পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইয়াংস্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেনের মামা।
তারা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সরকারের আত্মার শান্তি কামনার দেশ বিদেশের সবার কাছ থেকে দোয়া কামনা করেছেন।
এমআরএম/জেআইএম
Advertisement