জাতীয়

কর্মহীন মোটর মেকানিকদের ত্রাণ ও রেশন প্রদানের দাবি

করোনা মহামারির কারণে লকডাউনে কর্মহীন ও অসহায় মোটর মেকানিকদের ত্রাণ ও রেশন প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ মোটরযান মেকানিক ফেডারেশন।

Advertisement

রোববার (২৫ এপ্রিল) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

বিবৃতিতে আনোয়ার হোসেন খোকন বলেন, এই করোনাকালীন মোটর মেকানিকদের পাশে কেউ দাঁড়ায়নি। লকডাউনের এই সময়ে তারা কর্মহীন হয়ে চরম মানবেতর জীবনযাপন করছে। তাদের সুনির্দিষ্ট বেতন নেই। বেশির ভাগই দৈনিক রোজগার করে দিন আনে দিন খায় পদ্ধতিতে জীবনধারণ করে।

তিনি কর্মহীন এসব মোটর মেকানিকের সহযোগিতায় ত্রাণ ও নামমাত্র মূল্যে রেশন বিতরণের জোর দাবি জানান।

Advertisement

এইচএস/বিএ/এমকেএইচ