সিলেটে হঠাৎ করে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে সিলেটে। একইসময়ে নতুন আক্রান্ত হয়েছেন ৪৫ জন।
Advertisement
রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আটজন মারা গেছেন। এদের সবাই সিলেট জেলার বাসিন্দা। এপর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা গেছেন মোট ৩৩২ জন। এরমধ্যে সিলেট জেলারই ২৬১ জন। এছাড়া সুনামগঞ্জের ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৭ জন রয়েছেন। মৃত্যু, সংক্রমিত এবং সুস্থ হওয়া তিন সূচকেই বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ।
স্বাস্থ্য বিভাগে প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৪৫ জন করোনা শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৮ জন, সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জের দুইজন ও সিলেট ওসমানী মেডিকেলে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়।
Advertisement
নতুন এই ৪৫ জনসহ সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২৩২ জনে। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯৩০ জন।
এছাড়া সুনামগঞ্জে দুই হাজার ৭১৪ জন, হবিগঞ্জে দুই হাজার ৩১৫ জন ও মৌলভীবাজারে দুই হাজার ২৭৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগে করোনা রোগী রয়েছেন মোট এক হাজার ৭৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২৯ জন। এরমধ্যে সিলেটের ১২৮ ও মৌলভীবাজারের আরও একজন রয়েছেন।
এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৪৪৩ জনে। এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ৯৯৯ জন, সুনামগঞ্জে দুই হাজার ৫৮৫ জন, হবিগঞ্জে এক হাজার ৭৭০ জন ও মৌলভীবাজারে দুই হাজার ৮৯ জন সুস্থ হয়েছেন।
Advertisement
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন করোনা রোগী। সবমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৫৫ জন, সুনামগঞ্জে চারজন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ছয়জন রয়েছেন।
ছামির মাহমুদ/এসএমএম/এমএস