ইরাকের উত্তরাঞ্চলে সিনজার শহরের কাছে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এতে দেশটির সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের অন্তত ১১০ জনের লাশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।চলতি মাসের শুরুর দিকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের কাছ থেকে ওই শহরটি পুনর্দখল করা হয়। ২০১৪ সালের আগস্টে সিনজারের দখল নেয় আইএস। এই শহরটিতে গণহত্যা ছাড়াও ইয়াজিদি নারী ও তরুণীদের ধর্ষণের অভিযোগ রয়েছে।সিনজার ও এর আশপাশে এর আগেও বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সর্বশেষ এই গণকবরটি সিনজার থেকে ১০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সিনজারের মেয়র মাহমা খলিল বলেন, এখন পর্যন্ত পাওয়া গণকবরের মধ্যে এটাই সবচেয়ে বড়। এসআইএস/এমএস
Advertisement