আইন-আদালত

দুদক কমিশনারদের জবাবদিহির ধারা বাতিলের রায় বহাল

দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনারদের জবাবদিহির ধারা বাতিলে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার  নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ আদেশে বলেন ‘নো অর্ডার’। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন। পরে তিনি আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, এই আদেশের ফলে এখন হাইকোর্টের রায়ই বহাল থাকল।  দুদকের আইনজীবী খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে নিয়মিত ‘লিভ টু আপিল’ করা হবে।দুদক চেয়ারম্যানের কাছে সংস্থার কমিশনারদের জবাবদিহিতা সংক্রান্ত দুদক আইনের ১২ (২) ধারা অবৈধ ও বাতিল ঘোষণা করে গত ১৯ নভেম্বর রায় দেন হাইকোর্ট। এ রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক। বিষয়টি  গত ২৩ নভেম্বর আপিল বিভাগের চেম্বার কোর্ট তা শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়। দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ১২ (২) ধারায় বলা হয়েছে- ‘চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে অন্য কমিশনারগণ তাহাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং সেইরূপ দায়িত্ব পালনের ক্ষেত্রে চেয়ারম্যানের নিকট কমিশনারগণের জবাবদিহিতা থাকবে।`এফএইচ/জেডএইচ/এমএস

Advertisement