দেশজুড়ে

যশোরে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন শুরু

যশোরে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের জেলা প্রশাসক পর্যায়ের সীমান্ত সম্মেলন। রোববার সকাল ১০ টায় যশোর জেলা প্রশাসক কার্যালয়ে এ সম্মেলন শুরু হয়। খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদের উপস্থিতিতে এ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করছেন যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। সম্মেলনে ভারতের পক্ষে অংশ নিয়েছেন উত্তর চব্বিশ পরগনার ডিস্ট্রিক কালেক্টর মন্মিত নন্দা, পুলিশ সুপার তন্ময় রায় চৌধুরী। বাংলাদেশের পক্ষে যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন, সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল হাসান, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন এবং ঝিনাইদহের জেলা প্রশাসক মাহাবুব আলম তালুকদার ও পুলিশ সুপার আলতাফ হোসেন। যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর বলেন, দীর্ঘদিন পর গত বছর থেকে বাংলাদেশ-ভারতের ডিসি-ডিএম সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত বছর ২১ নভেম্বর ভারতের উত্তর চব্বিশ পরগনায় এ সম্মেলন অনুষ্ঠিত। রোববার দ্বিতীয় দফায় সম্মেলন হচ্ছে। সম্মেলনে মাদক চোরাচালান, অনুপ্রবেশ, মানবপাচার, নদী সীমানা পিলার চিহ্নিতকরণসহ কিছু ইস্যু নিয়ে আলোচনা হবে। এদিকে সভা শেষে বিকেল ৪ টায় যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এ সময় সম্মেলনের সিদ্ধান্তের বিষয়ে জানানো হবে।মিলন রহমান/এসএস/এমএস

Advertisement