সাহিত্য

করোনা আক্রান্ত বুদ্ধদেব গুহ

 

করোনা আক্রান্ত হয়েছেন ভারতের সাহিত্যিক বুদ্ধদেব গুহ। প্রথমে একটি হোটেলে আইসোলেশনে ছিলেন তিনি। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘অববাহিকা’, ‘বাবলি’-র মতো জনপ্রিয় উপন্যাসের এই লেখকের এখন বয়স ৮৬ বছর।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বুদ্ধদেব গুহ’র বড় মেয়ে এবং গাড়ির চালকও সংক্রমিত। গত ৩-৪ দিন ধরে নিউমোনিয়ার মতো হয়েছে তার, সঙ্গে কাশি। তবে স্বাদ-গন্ধহীন হয়ে পড়েননি এখনও।

আনন্দবাজারকে বড় মেয়ে সম্পর্কে তিনি জানান, ‘দিল্লিতে একা আছে। কেমন আছে, কীভাবে সব সামলাচ্ছে, কে জানে?’

Advertisement

অশীতিপর এই সাহিত্যিক দৃষ্টিশক্তির সমস্যায়ও জর্জরিত।

এমএইচআর/এমএস