দেশজুড়ে

ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু

ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাট নদীতে ভেঙে বিলীন হওয়ার দীর্ঘ ৪ মাস পর নতুন ঘাট নির্মাণ শেষে রোববার ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল ১০টায় ইলিশাঘাট থেকে ফেরি কিষানী ১৫টি যানবাহন নিয়ে লক্ষ্মীপুর মজু চৌধুরী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে গত ২৩ জুন মেঘনা নদীর অতি জোয়ারে ভোলার ইলিশা ফেরিঘাট বিধস্ত ও বিলীন হয়। ওই সময় ফেরিঘাট সড়কের দেড় কিলোমিটার সড়কও বিলীন হয়ে যায়। এতে দীর্ঘদিন ফেরি চলাচল বন্ধ থাকে। এদিকে ১৫ দিন আগে বিআইডব্লিউটিএ  প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নতুন করে এ  ফেরিঘাট তৈরি করে বলে জানান বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী শাহ-নেওয়াজ কবির। এ ঘাট রক্ষায় ওই এলাকায় সিসি ব্লক ফেলার প্রস্তাব করেছেন বিআইডব্লিউটিএ ও টিসির কর্মকর্তারা। ফেরির ব্যবস্থাপক আবু আলম বলেন, আর কোনো সমস্যা নেই। ঘাট এলাকা রক্ষায় শীতকালেই কাজ শুরু করার প্রস্তাবও দেন তিনি।এ রুটটি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ১৬ জেলার সহজ যোগাযোগ রক্ষা করছে। এ রুট ব্যবহারের ফলে চট্টগ্রাম থেকে খুলনা অঞ্চলে যেতে ২৪০ কিলোমিটার দূরুত্ব কমে যায়। এমনটা জানান ভোলার চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মমিন টুলু ও ফেরি আন্দোলন বাস্তবায়ন কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম। এর আগে মেঘনার ভাঙন রোধে ও স্থায়ী বাঁধ নির্মাণের জন্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, নৌ-মন্ত্রী শাজাহান খান এ এলাকা পরিদর্শন করেন। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড ৫শ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে। অমিতাভ অপু/এসএস/পিআর

Advertisement